আগামী ১৯শে মে আমরা একাদেমিয়ার একটি আভ্যন্তরীণ ডায়ালগ করতে চাই। রামপাল প্রসংগে একাদেমিয়া কী মনে করে এবং এই লড়াই কীভাবে এগিয়ে নেয়া যায় সেই প্রসংগে।
একাদেমিয়ার সাথে যুক্ত সকলকে আমন্ত্রণ।
ডায়ালগের শিরোনাম: প্রাণ ও প্রকৃতির হেফাজত: প্রেক্ষিত রামপাল
তারিখ: ১৯ শে মে, শুক্রবার
সময়: বিকেল পাচটা
স্থান: একাদেমিয়া কার্যালয়, ৩/১৯, বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা।
(পণ্যবীথির গলি, করতোয়া কুরিয়ারের পাশে এডভান্স ক্লিনিকের দোতলায়)