প্রশান্তকুমার পালের নয় খন্ডে প্রকাশিত বিপুলায়তন ‘রবিজীবনী’ এবং প্রভাতকুমার মুখোপাধ্যায়ের চার খন্ডের ‘রবীন্দ্রজীবনী’ প্রকাশিত হওয়ার পরে নতুন কিছু কথা বা সত্যিকার অর্থেই না-জানা কথা বলা মুশকিল। এই লেখার লক্ষ্যও তা নয়। বরং প্রকাশিত রবীন্দ্র-জীবনীর বিপুল সম্ভার থেকে অল্প কিছু মজাদার আর কৌতূহলোদ্দীপক ঘটনা তুলে নিয়ে এই উপস্থাপনা।
প্রকাশক: পাললিক সৌরভ
মূল্য: 270 টাকা।
বইটা কিনতে হলে এখানে ক্লিক করুন।